এই পৃষ্ঠাটিতি এক্সএফসিই ডেক্সটপ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস আছে।
এক্সএফসিই ডেক্সটপ পরিবেশ ব্যবহারের অন্যতম কারণ হচ্ছে এর কাজ করার দক্ষতা এবং শক্তি।এই ডেক্সটপ পরিবেশ আপনার কম্পিউটারে কম জায়গা নেবে এবং এটি আপনার কম্পিউটারকে করে তুলবে অধিক দ্রুততা সম্পন্ন একটি মেসিনে যা জিনোম পারবে না। এটির অন্যতম আকর্ষনীয় দিক হচ্ছে যে এটি কম মেমোরি এবং কম শক্তিশালী সম্পন্ন প্রসেসর সম্বলিত কম্পিউটারেও চলে।
জিইউআই এর ভাল এবং সুন্দর ভাবে ফুটে উঠতে ফন্ট এক বড় ভুমিকা পালন করে।আর এক্সএফসিই তে ফন্টের মসৃণতা আরো বাড়ানো হয়েছে। আপনি যদি স্মুদিং হিন্টিং এবং রেন্ডিরিং বন্ধ করে দেন তবে আপনি দেখবেন আপর কম্পিউটারের বিভিন্ন মেনু এবং ডায়ালগ বক্স অত্যন্ত দ্রুতগতিতে কাজ করছে। এছাড়াও ওয়েব ব্রাউজার,টেক্সট এডিটর এবং টার্মিনাল ইমিউলেটর এর স্ক্রোলিং হবে আরো উন্নত।
কিন্তু হিন্টিং/এন্টিয়ালাইজিং বন্ধ করে দিলে যে প্রধান সমস্যার আপনি সম্মুখিন আপনি হবেন তা হচ্ছে যে বিভৎস ফন্ট। কিন্তু আমরা আপনাকে পরামর্শ দিতে পারি যে ল্যাপটপ এলসিডি তে আপনি “কোচি গোথিক” ফন্ট ব্যাবহার করুন যার আকার হবেন ৯+, আপনি আরো ব্যবহার করতে পারেন “হেলভেটিকা”,“লুক্সি সেন্সস”,“ভারডানা” যাদির প্রতেকের আকার হবে ৯+